The feeling of eating at a restaurant at noon.

in CCHlast month

বিসমিল্লাহির রাহমানির রাহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব গতকাল মালয়েশিয়ার একটি রেস্টুরেন্টের খাওয়ার অনুভূতি।

আপনার হয়তো অনেকেই জানেন যে আমি দীর্ঘ নয় বছর যাবত মালয়েশিয়াতে কর্মরত আছি যাইহোক এখানকার পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে হয়তো প্রথম প্রথম খুব বেশি ভালো লাগত না তবে এখন অনেকটাই ভালো লাগছে এটাই স্বাভাবিক দীর্ঘদিন এক জায়গায় থাকলে তার প্রতি ভালোলাগা এবং ভালোবাসা সৃষ্টি হয়।

কাল দুপুরে আমার বন্ধুরা সবাই একসাথে লাঞ্চ করতে গিয়েছিলাম মালেশিয়ার একটি রেস্টুরেন্টে সেখানে বিভিন্ন রকম খাবার আইটেম রয়েছে তার ভেতরে আমরা মুরগির গ্রিল সেই সাথে দুই ধরনের তিন ধরনের সবজি অর্ডার করছি প্রথমে আমাদেরকে মুরগির মাংস এনে দিল তারপর একে একে ভাত সবজি সবগুলি টেবিলে পরিবেশন করছে।

প্রতিটা সবজি আদা সিদ্ধ করা মালিশিয়ান চিইনারা এভাবেই খেয়ে থাকে তবে এভাবে সবজি খেলে সবচেয়ে ভিটামিন বেশি থাকে আমার কাছে প্রথম প্রথম এগুলো খুব একটা ভালো লাগতো না তবে এখনো অনেক ভালো লাগে এগুলো খেতে।

এখানকার খাবার গুলো খুবই সুস্বাদু ছিল বিশেষ করে মুরগিটা আরো বেশি ভালো হয়েছিল যাইহোক আমার বন্ধুরা সবাই একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে আসি তাই ছিল খাবারের রিভিউ আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  


🎉🎉🥳 Congratulations 🥳🎊🎊


Your post has just been curated and upvoted by Ecency


keep up the good work



Join us on the Ecency Discord

Sir, thank you so much for supporting me, 💓