বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
উপরের যে ছবিটা দেখতেছেন এটা হলো পিচ কের কেটে রাখা কলা। কলা আমাদের শরীরের জন্য অনেক উপকারি। যা আমাদের শরীরকে ঠিক রাখতে সাহায্য করে। আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই কলা রাখা উচিত। আমি মাঝে মাঝে কলাগুলোকে এভাবে কেটে পিচ পিচ করে চামচ দিয়ে খেয়ে থাকি। আপনারা কিভাবে খান জানাবেন। 😊
চলে আসনু আমার দ্বিতীয় খাবার ছবিতে। এটা হলো দুধ চা আর পোড়ানো রুটি৷ আমাদের এলাকাটে একটা দেকান আছে, সেখানকার দুধ চা আর পোড়া রুটিন অনেক বিখ্যাত। অনেক দূর থেকে মানুষ এই দোকানের দুধ চা আর পোড়া রুটি খেতে আসে। আমিও মাঝে মাঝে আমার গ্রামের বন্ধুদের সাথে চলে যায় সেখানে দুধ চা খেতে। সেখান থেকেই ছবিটা তোলা।
তৃতীশ ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই কিছু একটা কল্পনা করে নিয়েছেন। হ্যা যা ভাবতেছেন সেটাই। আমাদের এলাকারে শুক্রবার জুম্মার দিন, অনেক সময় মিষ্টি বিতরণ করা হয় বিভিন্ন উপলক্ষে। সবাইকে একটা নিদিষ্ট পরিমাণ দেওয়া হয়। কোনো দিন, খিচুড়ি বা কোনো সময় জিলাপি। একদিন জিপাপি দিয়েছিল, আমি এই কয়পিচ জিলাপি😄 পেয়েছিলাম। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
এই খাবারটা দেখে আবার কেউ লোভে পরে যায়েন না। 😄😄 একটু মজা করলাম আর কি। এটা হলো একদিন সকালের নাস্তা। বন্ধুর বাড়ীতে যখন ঘুরতে গিয়েছিলাম। তারা একদিন সকালে আমাকে এভাবে এতো নাস্তা খেতে দিয়েছিল। নানা ধরনের আইটেম সেখানে ছিল। যদিও এতো কিছু এক সাথে খাওয়া আমার কাজ নয়। একটু একটু করে সবগুলো খেয়েছিলাম।
এই খাবারটা আমরা সবাই প্রায় খেয়ে থাকি। বিশেষ করে বাইরে গেলে হোটেলে বসে মোগলাই পরোটা খাওয়ার মজাটায় আলাদা। আমি একদিন আমার বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে হোটেলে বসে মোগলাই খেয়েছিলাম তারই ছবি এটা।
যাই হোক, কিছু খাবারের ছবি এবং তার পিছনের গল্প গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। তত সময় স্টিমিটের সাথেই থাকুন।