(BNG-ENG)
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপিটি অনেক সহজ একটি রেসিপি। রেসিপিটি হচ্ছে খুবই সহজে ঝটপট নাস্তা তৈরি করা। রেসিপিটি যদিও বা অনেক সহজ কিন্তু খেতে ভীষণ টেস্টি। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
তো চলুন কিভাবে সহজে ঝটপট নাস্তা রেসিপি তৈরি করবেন।
Assalamu Alaikum, I hope everyone is doing well. Alhamdulillah, I am also doing well. I am back with a new recipe for you. My recipe today is a very simple recipe. The recipe is to make a very easy instant breakfast. Although the recipe is very simple, it is very tasty to eat. I hope you will like the simple recipe.
So let's see how to make an easy instant breakfast recipe.
ঝটপট সহজে নাস্তা রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে।
উপকরণ -
১.টমেটো,
২.আটার রুটি,
৩.ডিম,
৪.লবণ,
৫.বিট লবণ,
৬.সয়াবিন তেল,
৭.চিজ।
All the ingredients we need to make this quick and easy breakfast recipe.
Ingredients -
1.Tomato,
2.Flour bread,
3.Egg,
4.Salt,
5.Beet salt,
6.Soybean oil,
7.Cheese.
প্রথমে আমি একটা টমেটো গোলাকার করে কেটে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং হালকা লবণ। টমেটো গুলোকে এপিট ওপিঠ উল্টিয়ে নিয়ে একটা ডিম ফেটে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব কিছু বিট লবণ। তারপরে দিয়ে দিচ্ছি চিজ। আমি আগে থেকে একটা রুটি ভেজে রেখেছিলাম রুটিটা কে উপরে দিয়ে আলতো হাতে চেপে চেপে বসিয়ে দিব। এবার একটা ভাজ দিবো তারপর নামিয়ে নিব।
First, I'm going to cut a tomato into rounds. Now, I'm going to put a pan on the stove, add soybean oil, and a little salt. I'm going to turn the tomatoes upside down and crack an egg into them. Then, I'm going to add some salt. Then, I'm going to add the cheese. I've already fried a piece of bread, so I'm going to put the bread on top and press it down gently. Now, I'm going to fry it and then take it down.
এখন আমি আমার পছন্দমত পিস করে নিচ্ছি। এই সহজ ঝটপট নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনে খুবই জমে। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Now I am making the pieces as per my choice. This simple instant breakfast is a great addition to the kids' tiffin. Alhamdulillah, it was a lot of fun. I hope you liked the recipe. Thank you so much to those who have seen this simple recipe of mine so far.
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
I bid you all farewell today, wishing you all good health and prosperity. May Allah have mercy on you.