চাঁদ রাতের ঘোরাঘুরি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি |

in BDCommunitylast year

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন | আছি আমি আপনাদের মাঝে আবারো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি| ঈদের আনন্দ সবার ঘরে ঘরে| সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক| চাঁদরাতে ঘোরাঘুরি না করলে ঈদের আসল মজাটা বোঝা যায় না কারণ চাঁদ রাতে বের হলে অনেক আত্মীয়-স্বজনের সাথে দেখা হয় বন্ধুর বান্ধবীর সাথে দেখা হয়| আগের অনেক বছর কার স্মৃতি যেগুলা আমাদের জীবনে ঘটে গিয়েছে ওই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে| ঈদের সময় অনেক বেশি ব্যস্ত থাকা হয় কারণ অনেক আত্মীয়-স্বজন বাসায় আসে| এত বেশি ব্যস্ততার মাঝেও আমি আমার বাসায় এবার অনেক আইটেম রান্না করেছিলাম আমি ব্লগে আনতে পারিনি কারণ আমার আসলে ক্যামেরা ধরার কেউ নাই| আমি আমার হাতে ক্যামেরা ধরে আমি হচ্ছে সব রান্না বলেন সব ভিডিও গুলা তৈরি করি| তারপরও যতটুকু সময় পেয়েছি এতোটুকুর মধ্যে দিয়েই হচ্ছে আজকে আমি দেখানোর চেষ্টা করেছি তবে এবারের ঈদে গরম ছিল আর এত বেশি মেহমান ছিল বাসায় বাইরে যাওয়ার সময় পাইনি বাসার মধ্যেই ইচ্ছা করেছি আমরা সবাই মিলে পরিবারের| এবারের রমজান মাসটা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে আমার কাছে মনে হয়েছে| খুব তাড়াতাড়ি ঈদ এসে পড়েছে আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে চারিদিকে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি দেখে ভীষণ ভালো লাগে কারণ আমাদের বাসায়ও ছোট ছোট বাচ্চা আছে ওদের ঈদের আনন্দ দেখে ছোট্টবেলার সেই ঈদের কথা মনে পড়ে| আমি গ্রামে বড় হয়েছি গ্রামের একটা ভিন্নরকম কারণ গ্রামে জামাতের পরে মেলায় যাইতাম আব্বুর সাথে| আর শহরে ঘোরাফেরা করার জায়গা নেই সবাই পার্কে যায় বিনোদনের জন্য| ছোটবেলায় ঈদের মেলায় গিয়ে মাটির হাঁড়ি-পাতিল কিনতাম বাসায় এসে ওগুলা দিয়ে খেলতাম ওগুলা ভেঙে যায় তো আর আম্মু আমাকে অনেক বকাবকি করত| মেলায় পাওয়া যেত পাপড় ভাজা, গজা,, তাল মিশ্রী, বাতাসা, বারো ভাজা, চটপটি, ফুচকা, কাটা বরফ, আইসক্রিম বাসি পাওয়া যেত যে বাসিটা পাতা দিয়ে বানানো বেলুন পাওয়া যেত রংবেরঙের আমাদের ছোট্টবেলার এটা গ্রামে খুব ভালো কেটেছে | সংসার জীবনের ঈদগুলো ব্যস্ততার মাঝেই যায় তারপরও যতটুকু সময় পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আনন্দ মুহূর্তটা|


বন্ধুরা, আমি আশা করব আপনাদের কাছে আমার আজকের ব্লগকে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব | আপনাদের মাঝে প্রতিদিনের মতন| ঈদের শুভেচ্ছা আবারও সবাইকে এই প্রত্যাশায় আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্টের সাথে |ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও গুলো আপনার কাছে কেমন লাগে আপনার গুরুত্বপূর্ণ মতামতে আমাকে জানাতে ভুলবেন না |