আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি| স্বপ্ন যখন থেকে দেখা শুরু করেছি মনে মনেই চাইতাম আল্লাহর কাছে এত তাড়াতাড়ি যে স্বপ্ন আল্লাহ পূরণ করবে এটা আমার জানা ছিল না| এত অল্প বয়সে আমি যে পবিত্র রমজান মাসে ওমরা হজ পালন করতে পারব এটা আসলে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানতো না| আল্লাহ তাআলা আমার উপর রহমত নাযিল করেছে তাই আমি পবিত্র ওমরা হজ পালন করেছি সাথে আমার স্বামীকে নিয়ে| আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না| নিজের চোখে যতক্ষণ না দেখবেন বুঝতে পারবেন না যে কত পবিত্র জায়গায় আমি গিয়েছি কত পবিত্র জায়গায় গিয়ে আমি ঘুরে এসেছি| প্রথমে আমি গিয়েছিলাম নবীজির রওজা মোবারকের| এত শান্তি পৃথিবীর অন্য কোন জায়গায় পাওয়া যাবে না যে শান্তির মাঝখানে আমি থেকে এসেছি| বিশ্বাস করেন দুনিয়ার কোন চিন্তা থাকে না আমার শুধু মনে হয়তো আমি কোথায় আসছি মনের থেকে একটা শান্তি কাজ করতো এ শান্তি আমি আমার এতটুকু জীবনে পাইনি| আল্লাহর অশেষ রহমতে আমি এত অল্প বয়সেই ওমরা হজ পালন করতে পেরেছি এটা আল্লাহর একটা রহমত আমার উপর |যেকোনো কিছু স্বপ্ন যদি আপনি দেখেন আর স্বপ্নপূরণের জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে| আল্লাহ তায়ালা আমার সেই স্বপ্ন পূরণ করেছে আমি নিজ চোখে কাবা দেখে এসেছি আল্লাহর ঘর দেখে এসেছি এর থেকে আর বড় কিছু আমার জীবনে পাওয়ার নেই| আমি আজকে আমার বাংলাদেশ থেকে মদিনা পর্যন্ত গিয়েছিলাম সেই ব্লগ টাই শেয়ার করেছি আপনাদের সাথে আমি আশা করব আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে |
বন্ধুরা, আমি আশা করব আপনারা আজকের ব্লগ টি দেখেছেন | আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন| মানুষ মাত্রই ভুল ভেবে ভুলটাকে ভুলের জায়গায় রেখে দিবেন ভুল করেই শিখলে সামনের পথ চলে আরো সহজ হয়ে যাবে| মানুষ ভুল দিয়ে শুরু করে সঠিক পথে যাওয়ার জন্য| জীবনের স্বপ্ন দেখা শুরু করলে সেই স্বপ্নের পেছনে ছুটতে হয় তাহলে স্বপ্ন পূরণ করা যায়| আমি আশা করব আমার ব্লকটি আপনারা দেখেছেন এবং আপনাদের মূল্যবান মতামতি আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন| আজ আসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| অনেক বেশি গরম চারিদিকে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছে | ডিহাইড্রেশন ভুগতেছি আমরা সবাই তাই বেশি করে পানি খাব লেবুর শরবত খাব জুস খাব ছায়া জায়গায় থাকার চেষ্টা করব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো| স্বাস্থ্যবিধি মেনে চলব শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে জীবন যাত্রা আরও সহজ হয়ে যাবে জীবন যুদ্ধে আমরা সবাই জয়ী হবো আল্লাহ হাফেজ|