আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| বেশ কিছুদিন পর আমি আবারো আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে| আজকের ব্লগ টা একটু ভিন্ন রকম আনন্দ মুহূর্তে ঘেরা কিছু সময় |বিয়ে মানে আনন্দ হই হই রই রই পুরো ফ্যামিলির একটা মিলন মেলা বলতে পারেন যেখানে ছোট থেকে বড় সবাই যেন বিয়ের আনন্দে আমরা মেতে উঠেছিলাম| বিয়েটা ছিল আমার দেবরের আর আজকে আমরা গিয়েছিলাম দেবরের বউ তার হলুদ সন্ধ্যায়| মেয়ের বাড়িতে সবাই আমাদেরকে অনেক বেশি আপ্যায়ন করেছেন যেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে| আমি আমার ভালো লাগা থেকে আপনাদের মাঝে ব্লগ তৈরি করে শেয়ার করেছি |আমি আপনাদের সাথে মেয়ের হলুদের প্রোগ্রামে মেয়ের বন্ধু-বান্ধব কিছু গান করেছিল সেই গানটাও আমি স্ক্রিপ্ট করিনি ব্লগের মাঝে রেখেছি| আমাদেরকে মেয়ের বাসা থেকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল খেজুরের রস যেটা আমাদের সবার মনকে আকৃষ্ট করেছে |ঠান্ডার মাঝে তারা এই আয়োজনটা করেছে শুধু খেজুরের রস না ফুচকা, ঝাল মুড়ি, কফি, পান আরো অনেক কিছু ছিল আমরা সবাই খাবারগুলো অনেক এনজয় করেছি |পুরো হলুদ সন্ধ্যার যে অনুষ্ঠানটা এটা আমরা সবাই অনেক বেশি উপভোগ করেছি আমি আশা করব আপনাদের কাছেও আমার আজকের ব্লগটা ভালো লাগবে |
বন্ধুরা, আমি আশা করব আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লেগেছে| ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন|আপনারা আমার পাশে থাকলে আমার সামনের পথচলা আরো বেশি সহজ হয়ে যাবে| আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আজ আসি আবার দেখা অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন |অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| এই প্রত্যাশায় আজ আসি আবার দেখা হবে |