কাঁচা আম ভর্তা

in BDCommunitylast year

গ্রীষ্মের দুপুরে টক ফলের কোন ভর্তা খেতে আমরা বাঙালিরা অনেক পছন্দ করি। বিশেষ করে মেয়েরা। সবাইমিলে একসাথে ভর্তা বা মাখা খাওয়ার মজাই আলাদা। বাংলাদেশে সাধারণত টক কোনো ফলের সাথে লবণ ,মরিচ বা তেতুল মিশিয়ে তৈরী করা হয় একধরনের খাবার। যাকে ভর্তা বা মাখা বলে আঞ্চলিক ভাষায়।

এমন একটি ভর্তা রেসিপি আমি আজকে শেয়ার করবো। যেটা আমি কাঁচা আম দিয়ে তৈরী করেছি |

IMG-20240413-WA0022.jpg
বাংলাদেশে আমের মৌসুম শুরু হল মাত্র। এখনো আম বড় হয়নি। আমার মা বাড়ির গাছ থেকে কিছু আম কুড়িয়ে আনে ভর্তা করার জন্য। আমি তো এগুলো পেয়ে মহা খুশি।

IMG-20240413-WA0021.jpg
আম গুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম।

IMG-20240413-WA0017.jpg
ভিতরের বীজ টা ফেলে দিলাম।
IMG-20240413-WA0015.jpg

IMG-20240413-WA0012.jpg

IMG-20240413-WA0010.jpg
তারপর এগুলোকে ছোট করে কেটে নিলাম।
IMG-20240413-WA0009.jpg

IMG-20240413-WA0003.jpg

IMG-20240413-WA0006.jpg

IMG-20240413-WA0004.jpg
মরিচ ,চিনি এবং লবন মিশিয়ে ভালো করে মেখে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার আম ভর্তা।